রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৯০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম ইরান

প্রথম ব্যাচে ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উৎপাদন করল ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানায়, ৯০ মাত্রায়ও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম দেশটির পরমাণু বিজ্ঞানীরা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলভাবে শেষ করল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। এই সফলতাকে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার জবাব হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছে দেশটির পরমাণু শক্তি কমিশন। প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, শুধু ৬০ মাত্রায় নয়, ৯০ মাত্রায়ও ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান, যা দিয়ে তৈরি করা হবে পারমাণবিক বোমা। তিনি আরও জানিয়েছেন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালায়, সেই কেন্দ্রেই ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। প্রাথমিকভাবে ঘণ্টায় ৯ গ্রাম করে ইউরেনিয়াম বিশুদ্ধ করা হচ্ছে। একে শত্রুপক্ষের হামলার জবাব হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমি আবারও বলছি, ইরানের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এমন কিছুই সহ্য করা হবে না।

সর্বশেষ খবর