বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টিকার কাঁচামাল সরবরাহে মোদিকে বাইডেনের আশ্বাস

নয়াদিল্লি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাঁচামাল ভারতে দ্রুত রপ্তানি করা হবে। তিনি সোমবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন। মার্কিন প্রেসিডেন্টের এই আশ্বাসের ফলে পুণের সেরাম ইনস্টিটিউটের কভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে কভিড মোকাবিলায় ভারতের ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি পালনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।’ সরকারি সূত্রে আশা প্রকাশ করা হয় ভ্যাকসিন মৈত্রী অনুযায়ী বাংলাদেশসহ যেসব দেশে ভ্যাকসিন সরবরাহের জন্য ভারত বাণিজ্যিক চুক্তি করেছে এখন সেই চুক্তির বাস্তবায়ন করাও সম্ভব হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিকভাবে কোভ্যাকসিন প্রস্তুতে অংশীদারি করবেন এবং চতুর্ভুজ (আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া-ভারত) ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এই সুযোগে উন্নয়নশীল দেশে সহজে ভ্যাকসিন সরবরাহ করার জন্য বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মাবলি ও ট্রিপস চুক্তির শর্ত শিথিল করার আর্জি জানান। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানা যায়নি।

সর্বশেষ খবর