শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

করোনার পঞ্চম ঢেউয়ের শঙ্কায় কাঁপছে হংকং

করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে হংকং। আগামী দুই সপ্তাহের মধ্যে সেখানে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেখানকার বাসিন্দা এক নারীর শরীরে ভাইরাসের এক নতুন স্ট্রেনের দেখা মিলেছে। তারপর থেকেই দানা বেঁধেছে আশঙ্কা। সাবধান না হলে এবার সেখানে আছড়ে পড়তে পারে করোনার পঞ্চম ঢেউ। যে বিষয়টা সবচেয়ে বেশি আতঙ্কে রেখেছে প্রশাসনকে, তা হলো ওই মহিলা ২০১৯ সাল থেকে বিদেশে যাননি। তাহলে তিনি কী করে এন৫০১ওয়াই ও ই৪৮৪কে মিউট্যান্ট বহন করলেন তা ভেবে পাচ্ছেন না চিকিৎসকরা। প্রসঙ্গত, ওই দুটি স্ট্রেন দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া গেছে। অত্যন্ত ছোঁয়াচে ওই স্ট্রেনকে ঘিরে তাই তৈরি হয়েছে নয়া আতঙ্ক। অধ্যাপক ডেভিজ হুই সু-চেং-এর মতে, এ পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি ঠিকমতো না মানলে হু হু করে বেড়ে যেতে পারে সংক্রমণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর