বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

৫০০ বছর পর মায়া জনগোষ্ঠীর কাছে ক্ষমা চাইল মেক্সিকো

৫০০ বছর পর মায়া জনগোষ্ঠীর কাছে ক্ষমা চাইল মেক্সিকো

প্রায় ৫০০ বছর মায়া জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালানোর কারণে তাদের কাছে ক্ষমা চেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। সোমবার মেক্সিকোর দক্ষিণ-পূর্ব কিন্টানা রো রাজ্যে স্পেনের মেক্সিকো দখলের ৫০০ বছর এবং মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ‘ইতিহাসে তাদের ওপর হওয়া অন্যায় এবং তারা এখনো যে ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি।’ খবর বিবিসির। খবরে বলা হয়, মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদর তাঁর ভাষণে ‘কাস্ট ওয়ার’ প্রসঙ্গের কথাও বলেছেন। ১৮৪৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ মারা গেছেন বলে অনুমান করা হয়। তবে মেক্সিকোর প্রেসিডেন্টের এ ক্ষমাপ্রার্থনা দেশটির আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে অল্প কিছুদিনের মধ্যেই সিটি করপোরেশন ও পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

সর্বশেষ খবর