বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

অক্সিজেনের অভাবে মৃত্যু ‘গণহত্যার চেয়ে কম নয়’ : এলাহাবাদ হাই কোর্ট

অক্সিজেনের অভাবে কভিড রোগীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করল ভারতের এলাহাবাদ হাই কোর্ট। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে কর্তৃপক্ষের ওপর অক্সিজেনের জোগানের দায়িত্ব আছে, তারা ‘অপরাধমূলক কাজ’ করছে, যা ‘গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ আদালত মঙ্গলবার বলেছেন, শুধু অক্সিজেন না পেয়ে হাসপাতালে করোনা রোগীর মৃত্যু এক ধরনের অপরাধ, যা ‘গণহত্যার চেয়ে কম নয়’। এ হত্যার দায় কর্তৃপক্ষের, যারা অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনা করছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের রাজ্যের লক্ষ্ণৌ ও মীরাট জেলায় অক্সিজেন না পেয়ে মারা গেছেন কয়েকজন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর এলাহাবাদের হাই কোর্ট এমন মন্তব্য করলেন। এ ছাড়া অক্সিজেনের ঘাটতিতে রোগী মৃত্যুর ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন আদালত। মূলত উত্তরপ্রদেশের বিভিন্ন কোয়ারেন্টাইন কেন্দ্রের অবস্থা নিয়ে যে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা হয়েছিল, তাতেই সেই মন্তব্য করেছে হাই কোর্ট। দুই সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘শুধুমাত্র হাসপাতালে অক্সিজেনের জোগান না দেওয়ার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যু দেখে আমরা ব্যথিত। এটা অপরাধমূলক কাজ। আর এই অপরাধ গণহত্যার থেকে কম কিছু নয়। সেই সঙ্গে উত্তর প্রদেশের রাজ্য নির্বাচন কমিশনকে শুনানির পরবর্তী তারিখে লক্ষ্ণৌ, প্রয়াগরাজ, বারানসী, গোরখপুর, গাজিয়াবাদ, মীরাট, গৌতমবুদ্ধ নগর এবং আগ্রার পঞ্চায়েত ভোট গণনার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে কমিশন যদি দেখতে পায় যে করোনাভাইরাস বিধি লঙ্ঘন করা হয়েছে, তাহলে একটি নির্দিষ্ট ‘অ্যাকশন প্ল্যান’ (কী করা হবে) নিয়ে কমিশনকে হাই কোর্টের সামনে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর