রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

করোনায় বিশ্বে এক দিনে মৃত্যু প্রায় ১৪ হাজার, ভারতে ৪১৯৪

করোনায় বিশ্বে এক দিনে মৃত্যু প্রায় ১৪ হাজার, ভারতে ৪১৯৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত শুক্রবার এক দিনে প্রায় ১৪ হাজার মানুষ মারা গেছেন। ভারতে এদিন মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। গতকাল সকাল পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছায় ৩২ লাখ সাড়ে ৮৬ হাজার এবং আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১৫ কোটি ৭৬ লাখ ২৯ হাজারে। খবরে বলা হয়, ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির সরকারের দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ফের ৪ লাখের বেশি কভিড রোগী শনাক্তের খবরও নিশ্চিত করা হয়। এ নিয়ে এক সপ্তাহে চতুর্থবার দেশটিতে দৈনিক শনাক্ত ৪ লাখ ছাড়াল। নতুন ৪ লাখ ১ হাজার নিয়ে ভারতে মোট কভিড শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় হওয়া ৪ হাজার ১৮৭ মৃত্যু যোগ করে দেশটিতে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যাও দাঁড়াল ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে। শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, জোরালো পদক্ষেপ নিলে সংক্রমণের তৃতীয় ঢেউ এড়ানো যেতে পারে। পরবর্তী ঢেউয়ে শিশুদেরই সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত রোগী ও মৃত্যু দেখা পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটি এখন শিশুদের জন্য কভিড কেন্দ্র বানানোর প্রস্তুতি নিচ্ছে। শিশুদের জন্য কভিডের কোনো ভ্যাকসিন ভারতের কাছে নেই। সংক্রমণের চেইন ভাঙতে গত কয়েক দিনে দেশটির অনেকগুলো রাজ্যকে লকডাউন, কারফিউর মতো বিধিনিষেধ দিতে দেখা গেছে। তামিল নাড়ু, কর্ণাটক ও মণিপুরও এখন এ তালিকায় যুক্ত হয়েছে। কর্ণাটকে আগামীকাল থেকে ২৪ মে পর্যন্ত দুই সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। দুই সপ্তাহের লকডাউন দিয়েছে তামিল নাড়ুও; মণিপুরে কারফিউ দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত। ভারতে মার্চের প্রথমদিকেও দিনে ২০ হাজারের কম নতুন রোগী পাওয়া যাচ্ছিল; অথচ দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় এপ্রিল মাসেই দেশটিতে প্রায় ৬৬ লাখ মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। ভারত জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করলেও এখন পর্যন্ত নাগরিকদের মধ্যে মাত্র ১৬ কোটি ৭০ লাখ ডোজ দিতে পেরেছে। শুক্রবার দেশটিতে ২৩ লাখেরও কম ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির অনেকগুলো রাজ্য ভ্যাকসিনের ঘাটতির কথা জানিয়েছে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার, এনডিটিভি।

সর্বশেষ খবর