বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা
টুকটিাকি

ইসরায়েলে অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির

ইসরায়েলের চলমান বিমান হামলার মধ্যে দখলদার দেশটির কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান সহিংসতায় ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করলে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় মার্কিনিদের অঙ্গীকার ক্ষুণ্ন হবে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অ্যাডভোকেসি পরিচালক ফিলিপ নাসিফ বলেন, যুদ্ধাপরাধে অঙ্গীকারাবদ্ধ একটি দেশের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও হামলা উসকে দেওয়ার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন অস্ত্রে আরও মানুষ নিহত ও আহত হবেন। ইসরায়েলে অস্ত্র বিক্রির অনুমোদন পুনর্বিবেচনা করার আহ্‌বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি আরও জানিয়েছে, গাজায় আবাসিক এলাকায় ইসরায়েলের হামলার ধরনকে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে তদন্ত করা উচিত।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় আবাসিক এলাকার কয়েকটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি আরও বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে খেলছে ইসরায়েল। এর মাধ্যমে যুদ্ধাপরাধ করছে দেশটির সামরিক বাহিনী। এটা মানবতাবিরোধী অপরাধ।

সর্বশেষ খবর