ভারতে পাওয়া করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, প্রাণঘাতী এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক। এমনকি এটি টিকার সুরক্ষাকবচকেও ভাঙার ক্ষমতা রাখে। করোনার এই ভ্যারিয়েন্টের নাম ডেল্টা (বি.১.৬১৭.২)। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী স্ট্রেইন অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গেছে। তারই একটি রূপ এটি। ২০২১ সালের মে মাসে এই ভ্যারিয়েন্টের তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসেবে চিহ্নিত করে ডব্লিউএইচও। বিবৃতি দিয়ে সংস্থাটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। তবে বি.১.৬১৭.২ নিয়ে উদ্বেগ রয়েছে। করোনা মহামারীর আপডেট নিয়ে প্রতি সপ্তাহেই বিবৃতি দেয় ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ‘এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে।’ এ নিয়ে এখন গবেষনা চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসের হাজারো মিউটেশন চিহ্নিত করা হয়েছে। গত মাসে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা করোনার পুরো ভারতীয় ধরনকেই ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করে। ডব্লিউএইচও বলেছে, করোনার সর্বশেষ ধরনের (বি.১. ৬১৭.২) সংক্রমণ বৃদ্ধির তাৎপর্যপূর্ণ সক্ষমতা তারা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া দেশের সংখ্যাও বাড়ছে। এদিকে সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্বের ৯১টি দেশ করোনার ভারতীয় ধরনের ঝুঁকিতে রয়েছে।