শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলের নতুন সরকারের শপথ কাল

নেতানিয়াহুর অবসান

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিড আট দলের সঙ্গে জোট গঠনে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন। গতকাল ইয়ামিনা এবং ইয়েস আতিদ পার্টি চুক্তিতে স্বাক্ষর করেন।  সম্প্রতি ইসরায়েলে ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিডের নেতৃত্বে ৮ দল মিলে একটি জোট গঠন করেছে। আগামীকাল দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ইসরায়েলে দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট এরপর দায়িত্ব নেবেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড। ইসরায়েলে কাল এই সরকার গঠন হলে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। বিগত ১২ বছর ধরে তিনি ইসরায়েল শাসন করছেন।

সর্বশেষ খবর