শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

ওবামাকেয়ারের বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যবীমা প্রকল্পের বৈধতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বৈধতা বাতিলের আবেদনটিতে সমর্থন ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৯জন বিচারপতির মধ্যে ৭ জন বৈধতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণ না করার পক্ষে রায় দেন। ২০১০ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার ওবামাকেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আদালতে চ্যালেঞ্জের পরও টিকে গেল। এর আওতায় দেশটির নিম্ন আয়ের কোটি মানুষ চিকিৎসা বীমা সুবিধা পেয়ে আসছেন। এতে আগের অবস্থার কারণে চিকিৎসা খরচ দিতে বীমা কোম্পানির অস্বীকৃতি জানানো নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টে রায়ে আইনটির গুরুত্বপূর্ণ ধারা অসাংবিধানিক কিনা তা সম্পর্কে কিছু বলা হয়নি।

এই বৈধতা বাতিলের আবেদন করেন টেক্সাসসহ রিপাবলিকান পরিচালিত ১৮টি রাজ্যের পক্ষ থেকে। এতে সমর্থন ছিল ট্রাম্পের। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার সময় তিনি এই আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উভয় কক্ষে নিয়ন্ত্রণ থাকার পরও রিপাবলিকানরা কংগ্রেসে এটি বাতিল করার আইন পাস করাতে ব্যর্থ হয়। আদালতে বেশ কয়েকবার বৈধতা চ্যালেঞ্জ করা হয় আইনটির। এ মানের শুরুতে হোয়াইট হাউস জানায়, ৩ কোটি ১০ লাখ আমেরিকান ওবামাকেয়ারের আওতায় রয়েছেন।

সর্বশেষ খবর