রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

টিকা কেনায় দুর্নীতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট!

টিকা কেনায় দুর্নীতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট!

ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে নামছেন দেশটির শীর্ষ প্রসিকিউটর। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার ২ কোটি ডোজ কিনতে ১৬০ কোটি রিয়ালের (ব্রাজিলিয়ান মুদ্রা) চুক্তি করেছিল ব্রাজিল। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। চুক্তিটি স্থগিত করে ব্রাজিল সরকার।

এবার টিকা চুক্তিতে অনিয়মের অভিযোগের তদন্তে নামছে দেশটির ফেডারেল প্রসিকিউটর এবং কম্পট্রোলার জেনারেলস অফিস (সিজিইউ)।

ভারতের কাছ থেকে টিকা কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি ব্রাজিল প্রেসিডেন্টের জন্য গলার কাঁটা হয়ে ওঠে। কারণ এর সঙ্গে কংগ্রেসের নিম্নকক্ষের চিফ হুইপের নামও জড়িয়ে পড়েছে।

প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়ে আসতে হবে। তবে চলতি সপ্তাহেই দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি রোজা ওয়েবার তৎক্ষণাৎ এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর