সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইসরায়েল-ফিলিস্তিনের সংলাপে গুরুত্ব দিচ্ছে সৌদি

ইসরায়েল-ফিলিস্তিনের সংলাপে গুরুত্ব দিচ্ছে সৌদি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ শুরুর বিষয়টি সৌদির কাছে অগ্রাধিকার পাচ্ছে। কারণ, যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ। এদিকে ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সেকথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর