শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানে বাসে জঙ্গি হামলা ৯ চীনা প্রকৌশলী নিহত

তেহরিক-ই-তালেবান এই হামলা চালিয়েছে

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চীনের ৯ প্রকৌশলী ও দুই পাকিস্তানি সেনা সদস্যও রয়েছেন। মঙ্গলবার জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাক সৈন্যদলের উপর আচমকা হামলা চালায় পাক তালেবান। বাসে পাকিস্তান সেনার ক্যাপ্টেন আবদুল বাসিত ছিলেন। তারও মৃত্যু হয়। নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’ হাজরা অঞ্চলের আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাসটিতে করে ৩০ চীনা প্রকৌশলী কোহিস্তানের দিকে যাচ্ছিল। নিজ দেশের নাগরিকদের বাসে হামলার খবর পাওয়া মাত্রই নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ঝৌ লিজিয়ান গতকাল সংবাদ সম্মেলনে চীনের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামাবাদের প্রতি আহ্‌বান জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছে বেইজিং। উল্লেখ্য, কয়েক বছর আগে খাইবার পাখতোনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানের পাক সেনার হামলায় জমি হারাতে হয় টিটিপি-কে। যদিও বিশ্লেষকদের মতে, এই সংগঠনটিও আইএসআইয়ের হাত ধরেই তৈরি।

সর্বশেষ খবর