বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি : জাতিসংঘ

তালেবান ও সেনাদের মধ্যকার চলমান সংঘাতে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গতকাল এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন। বিবৃতিতে বলা হয়, দেশটিতে মারাত্মকভাবে বেড়েছে হত্যা, নিপীড়ন ও বৈষম্য। একই সঙ্গে তৈরি হয়েছে ভয় ও নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্তদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানে যেসব নারী ও মেয়েরা মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে তাদের প্রতি বাড়তি নজর দিতে হবে। বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নিতে হবে।  দেশটিতে মানবাধিকার লঙ্ঘনরোধ ও বেসামরিক লোকজনের ক্ষতি অবসানের একমাত্র উপায় হল তালেবান ও সরকারের মধ্যকার শান্তি আলোচনা। দুই পক্ষের যথাযথ আলোচনার মাধ্যমে বহুদিন ধরে চলা দ্ব›েদ্বর অবসান সম্ভব।

এদিকে শুধু আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সেনাদের সঙ্গে তালেবানের সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। প্রদেশের রাজধানী কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ করছে আফগান সেনারা। কিন্তু শহরটি দখলে চেষ্টায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান। চলমান সংঘাতে প্রাণহানির শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

সর্বশেষ খবর