বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এপির প্রথম নারী প্রধান হচ্ছেন ডেইজি বীরাসেঙ্গাম

এপির প্রথম নারী প্রধান হচ্ছেন ডেইজি বীরাসেঙ্গাম

বার্তা সংস্থা এপির পরবর্তী প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হচ্ছেন ডেইজি বীরাসেঙ্গাম (৫১)। মঙ্গলবার এ পদে তার নাম ঘোষণা করেছে এপি। এ বছরের শেষের দিকে এ পদ থেকে অবসরে যাবেন গ্যারি প্রইত। এরপরই তার ওই পদে বসবেন ডেইজি বীরাসেঙ্গাম। শ্রীলঙ্কান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডেইজি। একই সঙ্গে ঐতিহ্যবাহী এই সংবাদ সংস্থায় প্রথম নারী প্রধান হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন তিনি। তাছাড়া এ পদে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের বাইরের কোনো ব্যক্তি হিসেবে এ দায়িত্ব পাচ্ছেন। বার্তা সংস্থা এপির বয়স ১৭৫ বছর।

এর ১৪তম প্রধান হিসেবে তিনি নেতৃত্ব দেবেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ সংস্থার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এপির সঙ্গে তিনি ১৭ বছর ধরে যুক্ত। করোনা মহামারির মধ্যেও তিনি প্রধান রাজস্ব কর্মকান্ড চালিয়ে নিচ্ছেন। অন্যদিকে গ্যারি প্রইত নিউইয়র্কভিত্তিক এই সংবাদ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ১০ বছর ধরে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বশেষ খবর