বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে : হু

করোনার চাপে ল-ভ- গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থা। প্রিয় বিদ্যালয় প্রাঙ্গনকে পাচ্ছে কোটি কোটি শিশু ও তরুণ। বিশ্বব্যাপী দ্বিতীয় ঢেউয়ের পর অনেকটা স্থিতিশীল বিশভ। চিন্তা ভাবনা চলছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার। কিন্তু করোনার তৃতীয় ঢেউ যদি আসে তাহলে স্কুল খোলা কতটা সুরক্ষিত? এবার এই প্রশ্নে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন।

মঙ্গলবার তিনি বলেন, ‘স্কুল খোলার ক্ষেত্রে বদ্ধ ঘরে কোনোভাবেই যাতে সামাজিক দূরত্ববিধি ভঙ্গ না হয় সেদিকে দিতে হবে বিশেষ নজর। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, এক সঙ্গে জমায়েত করে গান করা কোনোভাবেই চলবে না। সমস্ত প্রাপ্তবয়স্করা যাতে টিকা পান সেদিকে দিতে হবে বিশেষ নজর।’

 সৌম্যা আরও বলেন, ‘তৃতীয় ঢেউয়ে শিশুরা করোনায় আক্রান্ত হবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।’

সর্বশেষ খবর