মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তালেবানের সঙ্গে কথা বলল ম্যাক্রোঁ প্রশাসন

তালেবানের সঙ্গে কথা বলল ম্যাক্রোঁ প্রশাসন

মার্কিন গোয়েন্দা প্রধান আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে কথা বলেছিলেন, এবার ফরাসি প্রতিনিধি কথা বললেন তালেবানের সঙ্গে। এ কথা নিজেই গণমাধ্যমকে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার তিনি বলেন, আফগানিস্তান থেকে ফরাসি নাগরিকদের উদ্ধার করা নিয়ে তালেবানের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তবে প্রশাসক হিসেবে তালেবানকে মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো ফ্রান্স কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও স্পষ্ট করেছেন ম্যাক্রোঁ। এদিকে, গতকাল একাধিক পশ্চিমা দেশের ভার্চুয়াল বৈঠকে বসার কথা। সেখানে তালেবান নিয়ে তাদের সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

সর্বশেষ খবর