রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দাবানলে পুড়ছে স্পেন

দাবানলে পুড়ছে স্পেন

ভয়াবহ দাবানলে পুড়ে চলেছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চল। চলতি বছরের এই দাবানলে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার একরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার বনাঞ্চল। শুক্রবার আগুন নেভাতে গিয়ে জরুরি সেবার এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে ওই অঞ্চলটি থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এমন খবর খুবই কষ্টের। আমাদের এক কর্মী মারা গেছে। ছয় বছর তিনি কাজ করেছেন। মাত্র ৪৪ বছর বয়সে তাকে হারালাম আমরা। আগুন জ্বলছে মালাগার পর্যটন নগরী এস্তেপোনাতেও। দাবানল নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করে যাচ্ছেন শতাধিক দমকলকর্মী। ৩৮টি বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর