ভারতের গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রথমবারের বিজেপি বিধায়ক ভুপেন্দ্র রজনীকান্ত প্যাটেল। সোমবার রাজভবনে ৫৯ বছর বয়সী ভুপেন্দ্রকে শপথবাক্য পাঠ করান গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মান্ডব্য, রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রমুখ
উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমানি প্রমুখ।
গত শনিবার আচমকাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিজয় রূপানি। এরপরই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপির অন্দরমহলে শুরু হয় গুঞ্জন। এরই মধ্যে আমেদাবাদের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিজয়ী ভুপেন্দ্রকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের আগে সোমবার সকালে বিজয় রূপানি, গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাটিল, উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেন ভুপেন্দ্র।