শিরোনাম
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৯০ দিন পর পৃথিবীতে ফিরলেন

৯০ দিন পর পৃথিবীতে ফিরলেন

মহাকাশে ৯০ দিন অবস্থানের পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। এর মধ্য দিয়ে মহাকাশে নভোচারীদের নিয়ে দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৩৫ মিনিটে তাঁরা মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন। বিবিসির খবরে বলা হয়, চীনা নভোচারী নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন অবস্থান করেছেন।

বৃহস্পতিবার তারা সেখান থেকে শেনঝউ-১২ মহাকাশযানে পৃথিবীর উদ্দেশে রওনা দেন এবং চীনের স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন। এর আগে ১৭ জুন এ মরুভূমি থেকেই পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছিলেন তিন নভোচারী। সেখানে অবস্থানের সময়টিতে তাঁরা নানা কাজ করেছেন। মহাকাশে চালানো নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠানোসহ অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেন নভোচারীরা।  চীনের গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, মডিউলে প্রত্যেক নভোচারীর জন্য আলাদা বসবাসের স্থান ছিল। এ ছাড়া ছিল ব্যায়ামাগার। তাতে ছিল বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।

সর্বশেষ খবর