শিরোনাম
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী দলিত শিখ চরণজিৎ

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী দলিত শিখ চরণজিৎ

দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন পাতিয়ালার রাজ পরিবারের সন্তান ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন অমরিন্দর সিং। গত নির্বাচনে তিনিই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু দলের বিধায়কদের বড় অংশের বিদ্রোহ ও রাহুল-প্রিয়াঙ্কার বিরাগভাজন হওয়ায় বিধানসভা ভোটের কয়েক মাস আগে সরে যেতে হলো অমরিন্দরকে। তারপর রবিবার রাতে কংগ্রেস জানিয়ে দিয়েছে, চরণজিৎ সিং চান্নি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। গতকাল শপথও নিয়েছেন ৫৮ বছর বয়সী চরণজিৎ। তিনবারের বিধায়ক অমরিন্দর মন্ত্রিসভায় তিনি কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই গতকাল শপথ নিয়েছেন দুজন উপমুখ্যমন্ত্রী সুখজিন্দার সিং রানধাওয়া এবং ওপি সোনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও নভোজিৎ সিং সিধু। দুই দিন আগে পদত্যাগ করা অমরিন্দর আসেননি শপথ গ্রহণে। চান্নি মাত্র ছয় মাস সুযোগ পাবেন মুখ্যমন্ত্রিত্ব করার। তার পরই কংগ্রেসকে নামতে হবে নির্বাচনী লড়াইয়ে।

 

সর্বশেষ খবর