রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আসিয়ান সম্মেলনে জান্তাপ্রধানকে ‘না’

আসিয়ান সম্মেলনে জান্তাপ্রধানকে ‘না’

মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার যে জোটের সদস্য, সেই আসিয়ানের শীর্ষ সম্মেলনে এবার জান্তাপ্রধান মিন অং হ্লাই দাওয়াত পাচ্ছেন না। এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া বিশেষ সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে হ্লাইং আসিয়ানের সঙ্গে যে যে বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন, তার কোনোটি বাস্তবায়িত না হওয়ায় বিরক্ত অনেক জোট সদস্যের চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চলতি মাসের শেষদিকে হতে যাওয়া শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ব্রুনেই। শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের উপস্থিতি নিয়ে  সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, বলেছে তারা।

অরাজনৈতিক প্রতিনিধিকে  আমন্ত্রণ জানানোর এ প্রস্তাবে মিয়ানমারের জান্তা যদি সম্মতি না দেয়, তাহলে সম্মেলনে মিয়ানমারের আসন খালি রাখার সিদ্ধান্তও হয়েছে   বলে দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর