সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফের করোনা সংক্রমণে আতঙ্ক, রাশিয়ায় জারি হচ্ছে নিষেধাজ্ঞা

বিশ্বে যখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসার অবস্থা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছিল, তখন নতুন করে আতঙ্কের খবর আসা শুরু করেছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫ জন প্রাণ হারিয়েছেন। ইউরোপে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি রাশিয়া। এর মধ্যে আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে ফের বিধিনিষেধ শুরুর প্রস্তুতি চলছে রাশিয়ায়। রাশিয়ার নিজেদের উদ্ভাবিত টিকা স্পুটনিক-ভি। টিকা নেওয়ার জন্য দেশের মানুষকে দফায় দফায় আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এর পরও দেশটির মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ নেই। রাশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের হঠাৎ সংক্রমণ বাড়ছে। এ নিয়ে রাজ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর