অমিত শাহের সফরের আগে থেকে উত্তপ্ত কাশ্মীর। একের পর এক জঙ্গি হামলা, সেনা-জেহাদি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। স্বাভাবিকভাবেই সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গতকাল সেই নিরাপত্তার আঁটুনি হালকা করে দেন অমিত শাহ। বললেন, ‘আমজনতার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। কোনো নিরাপত্তার ঘেরাটোপ কিংবা বুলেটপ্রুফ শিল্ড প্রয়োজন নেই।’ গতকাল কাশ্মীরের শের-ই-কাশ্মীর কনভেনশন সেন্টারে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সঙ্গে ছিলেন কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহাও। সভামঞ্চে তাঁর ডায়াসের (যেখানে মাইক রাখা থাকে) চারপাশ বুলেটপ্রুফ কাচে ঘেরা ছিল। কিন্তু তিনি এবং লেফটেন্যান্ট গর্ভনর মঞ্চে উঠেই সেই কাচ সরিয়ে দিতে বলেন। সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট গর্ভনরের দেহরক্ষীরা কাচ সরিয়ে দেন। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আচরণ নজিরবিহীন। পরে তিনি ডাল লেকের শিকারা উৎসবেও যোগ দেন। মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, ‘আজ আমি আপনাদের সঙ্গে মুখোমুখি কথা বলতে চাইছি। এখানে কোনো বুলেটপ্রুফ কাচ নেই’।