সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইউরোপজুড়ে টিকাবিরোধী বিক্ষোভ

করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষ রাস্তা দখল করে বিক্ষোভ করেছেন। ফ্রান্সে ১ লাখের বেশি মানুষ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা বলেন, সরকার টিকা না নেওয়াদের অধিকার খর্ব করতে চায়। রাজধানী প্যারিসে শনিবার তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে মাস্ক ছাড়াই বিক্ষোভ করা হয়। এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সত্য’, ‘স্বাধীনতা’ ও ‘টিকার পাসের কোনো প্রয়োজন নেই’। করোনাভাইরাসের সংক্রমণ আবার বিশ্বজুড়ে ভয়াবহতা সৃষ্টি করেছে। বিশেষ করে পশ্চিম ইউরোপে তার প্রকোপ বেশি। এমন অবস্থায় এসব অঞ্চলে করোনাভাইরাসের টিকা বিষয়ক বাধ্যবাধকতার বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুলসংখ্যক মানুষ। বিক্ষোভ হয়েছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে। শুধু ফ্রান্সেই ১ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে। ওদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেছেন কমপক্ষে ৪০ হাজার মানুষ।

সর্বশেষ খবর