এক সময়ের সমৃদ্ধ দেশ শ্রীলঙ্কা নেতৃত্বের অদূরদর্শিতায় আজ ধুঁকছে। প্রায় অর্থনৈতিকভাবে দেউলিয়া। হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওষুধ। সরকারের ব্যর্থতা দাবি করে গতকাল রাজধানী কলম্বোয় একটি শিশু হাসপাতালের চিকিৎসক ও নার্সরা মৌন আন্দোলনে অংশ নেন। সেখানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করা হয়েছে -এএফপি