শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ

আবার আতঙ্ক ভারতের রাজধানী দিল্লিতে। রীতিমতো লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। তাই আর চুপ করে বসতে রাজি নয় কেজরিওয়াল সরকার। ঘোষণা করল, এখন থেকে দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে কভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা।

ষাটোর্ধ্বদের বছরের শুরু থেকেই দেওয়া হচ্ছিল বুস্টার ডোজ। এবার রাজধানীতে ১৮ থেকে ৬০ বছর বয়সীরাও এই সুবিধা পেলেন।

বৃহস্পতিবার প্রকাশিত ভারতের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, সেখানে নতুন আক্রান্ত ৯৬৫ জন। সংক্রমণের হার ৪.?৭১ শতাংশ। মৃত্যু হয়েছে একজনের। গত ১০ ফেব্রুয়ারি থেকেই দিল্লিতে আক্রান্তের সংখ্যা।

সর্বশেষ খবর