৩৭০ ধারা অবলুপ্তির পর জম্মু-কাশ্মীরের গণতন্ত্র মজবুত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এখন বিনিয়োগ আসছে, তরুণদের হাতে কাজ থাকবে। কাশ্মীরি তরুণদের আর কষ্ট পেতে দেব না। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার ভারতের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এসব কথা বলেছেন মোদি। গতকাল জাতীয় পঞ্চায়েতি-রাজ দিবসে জম্মুর সাম্বায় একটি জনসভায় বক্তৃতা দেন তিনি। মোদি বলেন, ‘উপত্যকার তরুণরা আমার কথায় ভরসা রাখুন। আপনাদের পূর্ব পুরুষদের যে সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছিল, আপনাদের জীবনকে তেমন হতে দেব না।’ গত ৮ বছর ধরে তিনি যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ মন্ত্রকে পূর্ণ করতে আপ্রাণ কাজ করে চলেছেন সে কথাও বলেন মোদি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর আজ গোটা দেশের কাছে একটা নিদর্শন। মোদি বলেন, স্বাধীনতার পর গত দশকে জম্মু-কাশ্মীরের মাত্র ১৭ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। ৩৭০ ধারা বিলোপের পরে মাত্র দুই বছরে বিনিয়োগ হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের উন্নয়ন দ্রুতগতিতে বাড়ছে। জম্মু-কাশ্মীর উন্নয়নের নতুন গল্প লিখছে। জম্মু-কাশ্মীরের তরুণ-তরুণীরা সব ধরনের চাকরির সুবিধা পাবেন। ভারতের সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ হয়েছে- এমন বার্তা দিয়ে মোদি বলেন, কাশ্মীরের পৃথক সংবিধান ৩৭০ বিলোপের সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীরে ভারতীয় সংবিধানের ২০০টি আইন নতুন করে আরোপ করা হয়েছে। নরেন্দ্র মোদি বলেন, এ আইনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নারী ও দরিদ্র মানুষ। গতকাল সম্বায় ৫০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে চেনাব নদীর ওপর ১৫০ মেগাওয়াটের রাটল জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াটের কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প ও দিল্লি-কাটরা-এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ ছাড়া কাশ্মীরের সঙ্গে সারা ভারতে যোগাযোগ উন্নয়নের জন্য কন্যাকুমারিকা থেকে বৈষ্ণবদেবী পর্যন্ত সড়কপথ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। মোদি বলেন, আমি জম্মু-কাশ্মীরে নতুন নই। এখানের উন্নয়নের জন্য কাজ করব। তাহলে দেশ এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় গোটা জম্মু কাশ্মীর। তারপরেও উত্তাপ ছড়িয়েছে উপত্যকায়। প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগেই সিআইএসএফ সেনাছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন এক জওয়ান।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
৩৭০ ধারা বিলোপের পর প্রথম জম্মু-কাশ্মীর সফরে মোদি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর