৩৭০ ধারা অবলুপ্তির পর জম্মু-কাশ্মীরের গণতন্ত্র মজবুত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এখন বিনিয়োগ আসছে, তরুণদের হাতে কাজ থাকবে। কাশ্মীরি তরুণদের আর কষ্ট পেতে দেব না। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার ভারতের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে এসব কথা বলেছেন মোদি। গতকাল জাতীয় পঞ্চায়েতি-রাজ দিবসে জম্মুর সাম্বায় একটি জনসভায় বক্তৃতা দেন তিনি। মোদি বলেন, ‘উপত্যকার তরুণরা আমার কথায় ভরসা রাখুন। আপনাদের পূর্ব পুরুষদের যে সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছিল, আপনাদের জীবনকে তেমন হতে দেব না।’ গত ৮ বছর ধরে তিনি যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ মন্ত্রকে পূর্ণ করতে আপ্রাণ কাজ করে চলেছেন সে কথাও বলেন মোদি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর আজ গোটা দেশের কাছে একটা নিদর্শন। মোদি বলেন, স্বাধীনতার পর গত দশকে জম্মু-কাশ্মীরের মাত্র ১৭ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। ৩৭০ ধারা বিলোপের পরে মাত্র দুই বছরে বিনিয়োগ হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের উন্নয়ন দ্রুতগতিতে বাড়ছে। জম্মু-কাশ্মীর উন্নয়নের নতুন গল্প লিখছে। জম্মু-কাশ্মীরের তরুণ-তরুণীরা সব ধরনের চাকরির সুবিধা পাবেন। ভারতের সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ হয়েছে- এমন বার্তা দিয়ে মোদি বলেন, কাশ্মীরের পৃথক সংবিধান ৩৭০ বিলোপের সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীরে ভারতীয় সংবিধানের ২০০টি আইন নতুন করে আরোপ করা হয়েছে। নরেন্দ্র মোদি বলেন, এ আইনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নারী ও দরিদ্র মানুষ। গতকাল সম্বায় ৫০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে চেনাব নদীর ওপর ১৫০ মেগাওয়াটের রাটল জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াটের কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প ও দিল্লি-কাটরা-এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ ছাড়া কাশ্মীরের সঙ্গে সারা ভারতে যোগাযোগ উন্নয়নের জন্য কন্যাকুমারিকা থেকে বৈষ্ণবদেবী পর্যন্ত সড়কপথ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। মোদি বলেন, আমি জম্মু-কাশ্মীরে নতুন নই। এখানের উন্নয়নের জন্য কাজ করব। তাহলে দেশ এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় গোটা জম্মু কাশ্মীর। তারপরেও উত্তাপ ছড়িয়েছে উপত্যকায়। প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগেই সিআইএসএফ সেনাছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন এক জওয়ান।
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
৩৭০ ধারা বিলোপের পর প্রথম জম্মু-কাশ্মীর সফরে মোদি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর