মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

পতনের দ্বারপ্রান্তে ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার

পতনের দ্বারপ্রান্তে ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার

নাফতালি বেনেট

ইসরায়েলে নতুন সরকার গঠন হয়েছে বছর খানেক হলো। এরমধ্যে পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। গত বছর কয়েকমাসের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনেন অবসান হয়। নতুন প্রধানমন্ত্রী হন নাফতালি বেনেট। কিন্তু সম্প্রতি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় এই সরকার। এ কারণে মৌলিক কিছু আইন পাসে ব্যর্থ হয়ে এখন সুতোয় ঝুলছে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বধীন জোট সরকারের ভাগ্য।

আগামী কয়েকমাসের মধ্যেই ইসরায়েলে আগাম নির্বাচনের পট প্রস্তুত হয়েছে। এ পরিস্থিতিতে রবিবার সরকার টিকিয়ে রাখতে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বেনেট। গত বছরই বেনেট তার ডানপন্থি ইয়ামিনা জোটের দুই সদস্যের সমর্থন হারিয়ে পার্লামেন্ট নেসেটের ১২০ আইনপ্রণেতার মধ্যে মাত্র ৬০ জনের সমর্থন ধরে রাখতে পেরেছিলেন। এখন আবার আরেক সদস্যের সমর্থন হারাতে চলেছেন তিনি।

সর্বশেষ খবর