বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

সেনা-কর্তাদের তিরস্কার জেলেনস্কির

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিয়ে কড়া শর্তের জন্য সেনা-কর্তাদের তিরস্কার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দিলেন, তাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নয়। দৈনিক ভিডিও ভাষণে সেনা-কর্তাদের সমালোচনা করেছেন জেলেনস্কি।

জানা গেছে, সেনা কর্মকর্তারা নতুন যে নিয়ম চালু করেছেন, তাতে ১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনা অনুমতিতে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। কারণ, প্রয়োজন হলেই তাদের সেনার কাজে লাগানো হতে পারে। এরপরই সামাজিক মাধ্যমে এ নির্দেশের বিপুল প্রতিক্রিয়া হয়েছে। জেলেনস্কি বলেছেন, এ সিদ্ধান্তের ফলে মানুষ ক্ষুব্ধ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই তিনি বিষয়টি দেখবেন। সেনা-কর্তাদের সঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

মানুষের ক্ষোভ যাতে আর না থাকে সে ব্যবস্থা করবেন। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন সিদ্ধান্ত নিয়েছে,  ১৮ থেকে ৬০ বছর বয়সীদের দরকার হলে সেনাবাহিনীতে কাজ করতে হবে। গত অক্টোবর থেকে কিছু বিশেষ পেশার সঙ্গে যুক্ত নারীদেরও সেনায় নিয়োগ করা হচ্ছে।

সর্বশেষ খবর