মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা হয়েছে। যা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে চেরনোবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবার মাঠে নেমেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার রাতে ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটির ঠিক বাইরে কিছু ব্যবহৃত কনটেইনারের ওপর ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এদিকে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে হামলার দায় নিয়ে শুরু চাপানউতোর। রাশিয়া ও ইউক্রেন দুই দেশই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। জানা গেছে, হামলার শুরুর দিকে দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি দখল করে রুশ বাহিনী। তবে সেটি চালাচ্ছেন ইউক্রেনের কর্মীরা।

সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করেছিল। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সমালোচনা করা হয়েছিল সেখানে। রিপোর্টে বলা হয়েছিল, ইউক্রেন বেসামরিক মানুষদের যুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার আক্রমণের মুখে সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর