৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর থেকেই একের পর এক পরিবর্তনের চমক দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। শুরুতেই টুইটারের সিইও পরাগ আগারওয়ালকে ছাঁটাই করেছেন তিনি। এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড তুলে দিয়ে একাই নিয়েছেন পরিচালনার দায়িত্ব। আর এবার পরিবর্তন আনতে চলেছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায়। শুধু তাই নয়, তিনি এবার জানিয়ে দিলেন দিনে অন্তত ১২ ঘণ্টা করে কাজ করতে হবে কর্মীদের আর সাপ্তাহিক ছুটি নেই। কাজ করতে হবে সাত দিনই। এরই মধ্যে তিনি আরও জানালেন, ‘ফ্রি’র জমানা শেষ টুইটারে। টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট বা প্রোফাইলে ‘ব্লু টিক’ পেতে হলে মাসে গুনতে হবে ৮ ডলার। মঙ্গলবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন মাস্ক। আর সংস্থার ব্যবস্থাপকরা কর্মীদের জানিয়ে দিয়েছেন, বেঁধে দেওয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দিতেই হবে।
সেলিব্রিটি, রাজনীতিবিদ কিংবা সাংবাদিক যাদের ফেক প্রোফাইল তৈরির সম্ভাবনা রয়েছে, এমন ব্যবহারকারীদের জন্য ব্লু টিক বা ভেরিফায়েড প্রোফাইলের ব্যবস্থা রেখেছে টুইটার। আগের পদ্ধতি অনুযায়ী ছোট একটি অনলাইন আবেদনের মাধ্যমে বিনামূল্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করা যেত। মাস্কের টুইটের পর ধারণা করা হচ্ছে, দ্রুতই এ পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।