শিরোনাম
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভিনগ্রহীর খোঁজে পেন্টাগন

ভিনগ্রহীর খোঁজে পেন্টাগন

ভিনগ্রহের প্রাণী। যা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ নিয়ে নিরন্তর পরীক্ষা করে চলেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। অবশেষে মার্কিন এ সংস্থাটি বলছে, গত কয়েক বছরে একাধিক ভিনগ্রহী বা তাদের যান ইউএফওর (অজানা উড়ন্ত চাকি) সন্ধান মিলছে। ইউএফওর রহস্য সমাধানে আকাশে নজরদারি চালাতে নতুন ট্র্যাকিং অফিস তৈরি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতরে গত জুলাইায়ে তৈরি করা হয় অল-ডোমেন অ্যানোমালি রেজোলিউশন অফিস বা এএআরও। সামনে এসেছে পেন্টাগনের এ মিশনের প্রথম রিপোর্ট। মার্কিন সেনা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, প্রচুর ইউএফওর অস্তিত্ব ধরা পড়েছে তাদের রাডারে। ইউএফওর সঙ্গে ভিনগ্রহের প্রাণীর যোগ পুরোপুরি উড়িয়ে দেয়নি পেন্টাগন।

ইউএফওর খোঁজ মিললেও, কোথা থেকে তারা আসে সেই রহস্যের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে, এখনো পর্যন্ত কোনো ইউএফও পৃথিবীতে অবতরণ করেছে বা ভিনগ্রহের প্রাণীরা এ গ্রহ ঘুরে গেছে এমন প্রমাণ মেলেনি বলেই জানিয়েছেন মার্কিন সামরিক বিভাগের এক কর্তা। আকাশে হোক বা মহাকাশে, এমনকি জলের তলাতে গিয়েও তারা এ ইউএফওর রহস্য সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্তার।

মার্কিন প্রতিরক্ষা দফতরের গোয়েন্দা এবং নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোনাল্ড মল্টরি জানিয়েছেন, তাদের তদন্ত এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গত কয়েক বছরে পৃথিবীর আকাশে শতাধিক রহস্যজনক উড়ন্ত চাকির সন্ধান মিলেছে বলে দাবি। মার্কিন গোয়েন্দা সংস্থা ২০২১ সালের জুনে এক বিবৃতিতে জানায় ২০০৪ সাল থেকে ১৭ বছরে ১৪৪টি ইউএফওর সন্ধান পেয়েছেন তারা। এর মধ্যে ৮০টি ইউএফওর অস্তিত্ব একাধিক রাডারে ধরা পড়েছে। আমেরিকার ফাইটার পাইলটরাও ইউএফও দেখেছেন বলে একাধিকবার দাবি করেছেন।

সর্বশেষ খবর