শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

তীব্র তুষার ঝড়ের কবলে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র। এর প্রভাবে দেশটিতে বৃহস্পতিবার ও গতকাল ৪ হাজার ৪০০টিরও বেশি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। কেবল গতকালই বাতিল করা হয়েছে ২ হাজার ১০০টিরও বেশি ফ্লাইট। বড়দিন উপলক্ষে আমেরিকায় এখন ছুটির সময় চলছে। এ সময় দেশটির আকাশপথে  ভ্রমণ সহজলভ্য হবে বলে অনেকে আশা করেছিলেন। তবে শীতকালীন তুষার ঝড় এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষার ঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন বলেছে, মধ্যপশ্চিম অঞ্চলে প্রবল তুষার ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমটার্ক বলেছে, বৈরী আবহাওয়ার কারণে তারা মধ্যপশ্চিম অঞ্চলে বড়দিনের ছুটির মধ্যে কয়েক ডজন ট্রেনযাত্রা বাতিল করেছে। এর মধ্যে মিশিগান, ইলিনয়স, মিজৌরি এবং নিউইয়র্ক ও শিকাগোর মধ্যে চলাচল করা ট্রেনও রয়েছে। গত বুধবার নাগাদ আগের সাত দিনে ১ কোটি ৬২ লাখ যাত্রীকে স্ক্রিনিংয়ের কথা জানিয়েছে পরিবহন নিরাপত্তা প্রশাসন। তবে এ সংখ্যা করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার আগে ২০১৯ সালের একই সময়ের চেয়ে কিছুটা কম।

সর্বশেষ খবর