সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভেঙে পড়বে পিসার হেলানো মিনার?

ভেঙে পড়বে পিসার হেলানো মিনার?

ইতালির অন্যতম আকর্ষণীয় স্থাপনা পিসার হেলানো মিনার। ৮০০ বছর আগে তৈরি এই মিনার নাকি আরও হেলে পড়েছে। যা দুুশ্চিন্তার কারণ হয়েছে দেশটির কর্তৃপক্ষের। প্রত্নতত্ত্ববিদদের দাবি, গত দুদশক ধরে বন্ধ ছিল এর হেলে যাওয়া। বরং বহু চেষ্টা করে সামান্য সোজা করা গিয়েছিল এই মিনার। কিন্তু চলতি বছরের বড়দিনের মুখে ফের তা হেলতে শুরু করেছে। প্রসঙ্গত, এই মিনারটিকে সংরক্ষণের জন্য গত দুদশকে বিপুল অর্থ খরচ করেছে ইতালি সরকার। গবেষকদের দাবি, ২০০১-এ মিনারটির হেলে যাওয়া ১৫ ইঞ্চি কমানো গিয়েছিল। তার পরবর্তী ২১ বছরে হেলে যাওয়া কমেছিল আরও ১.৬ ইঞ্চি। কিন্তু আবার তা নতুন করে হেলতে শুরু করেছে। স্থাপনাটি সংরক্ষণের দায়িত্বে  থাকা সংস্থার দাবি, এই মিনারের কাত হওয়া পুরোপুরি ঠেকানো যায়নি। এটি ফের বছরে গড়ে ০.০২ ইঞ্চি করে হেলতে শুরু করেছে। পিসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুনজিয়ান্তে স্কুইগ্লিয়ারের দাবি, ২০২০-তে মনে হয়েছিল, এই মিনার আর কাত হবে না। কিন্তু দুবছরের মাথায় সেই ভুল ভেঙে গেছে আমাদের।

সর্বশেষ খবর