শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানের সাবেক মন্ত্রীর ছেলের মৃত্যুদন্ড

পাকিস্তানের সাবেক এক মন্ত্রীর ছেলেকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন দেশটির শিয়ালকোট আদালত। তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করার শাস্তিস্বরূপ তাকে এমন চরম সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এমনকি মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণস্বরূপ আর্থিক সাহায্য করতে হবে অভিযুক্তকে।

২০০৮ সালে তিন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করেছিল পাঞ্জাবের মন্ত্রী আজমল চিমার ছেলে আহমেদ বিলাল চিমা। ওই তিনজনকে খামার বাড়িতে নাচ গানের জন্য ডেকেছিল বিলাল। আসর শেষ হতেই বিলালের বন্ধুরা ওই তিন রূপান্তরকামীকে আপত্তিকর প্রস্তাব দেন। ওই তিনজন তাতে রাজি না হলে বিলাল গুলি করে হত্যা করেন ওই তিনজনকে।

সর্বশেষ খবর