ইরানের রেভ্যুলেশনারি গার্ড বা বিপ্লবী রক্ষীবাহিনীকে লন্ডন আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সাতজনকে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাজ্য। আর এ পদক্ষেপে যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাটের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানেরও সায় আছে। ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার অর্থ হলো ইরানের এই রক্ষীবাহিনীর সদস্য, তাদের সভা-সমাবেশে যাওয়া, প্রকাশ্যে তাদের লোগো বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। গত সপ্তাহে ইরানের রেভ্যুলেশনারি গার্ড সরকারবিরোধী বিক্ষোভে যুক্ত থাকার অপরাধে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত সাতজনকে গ্রেফতার করে।
গত বছরের শেষভাগে নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে উত্তাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভ দমাতে ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নও চলছে।