রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বোলসোনারোর ভূমিকা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

বোলসোনারোর ভূমিকা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে সমর্থকদের হানা ও তান্ডবের আগে গণতন্ত্রবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে তদন্ত করতে রাজি হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিশৃঙ্খলার তদন্তে নেতৃত্ব দেওয়া সুপ্রিম কোর্টের বিচারক আলেকসান্দ্রি জি মোরাইস বোলসোনারোর বিরুদ্ধে তদন্ত শুরুতে ফেডারেল কৌঁসুলিদের অনুরোধে রাজি হওয়ার পর শুক্রবার সুপ্রিম কোর্ট তাদের এ সম্মতির কথা জানায়। বিচারক আলেক্সান্দ্রি জি মোরাইস বলেছেন, ‘ব্যতিক্রমধর্মী অবস্থা সৃষ্টির চেষ্টায় গণতন্ত্রের বিরুদ্ধে কাপুরুষোচিত ষড়যন্ত্র করে যাওয়া সুপরিচিত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে।’

সর্বশেষ খবর