শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডোনাল্ড ট্রাম্পকে ছাড় দিল ফেসবুক

দুই বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু করার ঘোষণা দিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জানিয়ে মেটার গ্লোবাল এফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ একটি বিবৃতিতে বলেছেন, রাজনীতিবিদরা কী বলছেন তা শোনার সুযোগ মানুষের থাকা উচিত। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটলে দাঙ্গার পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এ হামলায় উসকানি দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তখন দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর