রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সম্পদ হারিয়েও এশিয়ার শীর্ষ ধনী আদানি

সম্পদ হারিয়েও এশিয়ার শীর্ষ ধনী আদানি

সম্প্রতি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পদমূল্য কমে গেছে ৫০ বিলিয়ন ডলারের বেশি। এতে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এতদিন তৃতীয় স্থানে থাকা আদানি নেমে এসেছেন সপ্তম স্থানে। তবে বৈশ্বিক তালিকায় অবনমন হলেও শীর্ষ ধনী হিসেবে এশিয়ায় নিজের অবস্থান ধরে রেখেছেন আদানি। ফোর্বস রিয়েল টাইম বিলিওনেয়ার তালিকা অনুযায়ী, গতকাল পর্যন্ত গৌতম আদানি মোট ৯৬ দশমিক ৬ বিলিয়ন বা ৯ হাজার ৬৬০ কোটি ডলারের সম্পদের মালিক। হিনডেনবার্গের গবেষণা প্রতিবেদনে বলা হয়, আদানি গ্রুপ গত এক দশকে তার কোম্পানিগুলোর শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়িয়েছে। এমনকি গৌতম আদানির ১৩ হাজার কোটি ডলার সম্পদের ১০ হাজার কোটি ডলারই অর্জিত হয়েছে জালিয়াতির মাধ্যমে। শেয়ারবাজারে তার কোম্পানিগুলোর দাম কৃত্রিমভাবে বাড়িয়ে, বেনামি কোম্পানি দিয়ে শেয়ার কিনে এই জালিয়াতি করা হয়েছে। এ ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে গত তিন বছরে। তিন বছরে তার সম্পদ বাড়ে ৮১৯ শতাংশের মতো। গবেষণা প্রতিবেদনে আদানির কোম্পানিগুলোর ব্যাপক ব্যাংক ঋণ নেওয়ার বিষয়টি প্রকাশ পেলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। ফলে আদানি গ্রুপের কোম্পানিগুলোর দর আরও কমে যায়।

সর্বশেষ খবর