বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে কভিড জরুরি অবস্থা উঠে যাচ্ছে ১১ মে

প্রায় তিন বছর পর যুক্তরাষ্ট্রে কভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে। দেশটিতে ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কভিড-১৯ জরুরি অবস্থা ও জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচই) জারি করা হয়। জো বাইডেন ক্ষমতায় আসার পর অনেকবার তার মেয়াদ বাড়িয়েছেন। এই জরুরি অবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ বিনামূল্যে নমুনা পরীক্ষা, টিকা ও চিকিৎসাসেবা পেয়েছে। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিটি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনা মহামারী মোকাবিলায় যে জরুরি অবস্থা ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, তার মেয়াদ শুধু আর একবারই বাড়ানো হবে। প্রতিটির মেয়াদই আগামী ১১ মে পর্যন্ত বাড়ানো হবে। এরপর আর এর সময়সীমা বাড়বে না।

সর্বশেষ খবর