মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পরাঘাতে দ্বিতীয়বার কেঁপেছে তুরস্ক

শক্তিশালী পরাঘাতে গতকাল দ্বিতীয়বারের মতো কেঁপে উঠেছে তুরস্ক। ৭ দশমিক ৫ মাত্রার ওই পরাঘাতটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলা। স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে পরাঘাত অনুভূত হয় বলে জানায় বিবিসি। গাজিয়ানতেপ শহর থেকে প্রায় ৮০ মাইল উত্তরে এলবিস্তান জেলার অবস্থান। এই গাজিয়ানতেপ শহরের কাছেই সোমবার স্থানীয় সময় ভোরে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ১৪০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, দুপুরে হওয়া ভূমিকম্পকে পরাঘাত মানতে নারাজ তুরস্কের একজন কর্মকর্তা। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘এটা পরাঘাত ছিল না। এটা আজ সকালে হওয়া ভূমিকম্প থেকে আলাদা নতুন একটি ভূমিকম্প ছিল।’

সর্বশেষ খবর