মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
 সংক্ষিপ্ত

রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস

আদানি নিয়ে মন্তব্য

রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস

আদানি গ্রুপের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে সোচ্চার দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ নিয়ে লোকসভায় ভাষণও দিয়েছেন তিনি। কিন্তু স্পিকার রাহুল গান্ধীর ওই বক্তব্য কার্যবিবরণীর নথি থেকে বাদ দিয়েছেন। এবার ওই বক্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস দিলেন সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লদ জোশী এবং বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর, ভিত্তিহীন, বিভ্রান্তিকর, অসংসদীয় অভিযোগ করেছেন রাহুল। তাকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এমনিতেই আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও শেয়ার দরে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের বক্তব্য ছাঁটাই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের যে দাবি করেছে তা থেকে পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর