শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিরিয়ায় ভূমিকম্পে শোকের মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১৫

মাত্র দুই সপ্তাহ আগেই ভূমিকম্পের ধাক্কায় জনজীবন বিপর্যস্ত সিরিয়ায়। এবার সেখানকারই আবাসনে আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। তাতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এমন অমানবিক পরিস্থিতির শিকার হলো দেশটি। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে এ কথা জানানো হয়েছে। গতকাল কয়েক ঘণ্টার মধ্যে দামেস্কের কাফর সুসা আবাসিক এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর কাছেই ইরানি স্থাপনাগুলোর পাশে বড়, কড়া পাহারার একটি নিরাপত্তা কমপ্লেক্স আছে।

রয়টার্স জানিয়েছে, রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সুসা আবাসিক এলাকা। এ আবাসিক এলাকার ভিতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন আছে। এখানে নির্দিষ্ট লক্ষ্যে চালানো বিরল এ হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দামেস্কে তাদের এ ধরনের হামলা নতুন নয়। কিন্তু এভাবে আবাসনকে লক্ষ্য করে হামলা এর আগে প্রায় দেখা যায়নি। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর প্রতিবেশী দেশটিতে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। সাধারণত সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সর্বশেষ খবর