শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাম রহিমের প্যারোলে বিলাসী জীবন

রাম রহিমের প্যারোলে বিলাসী জীবন

হত্যা ও দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং আবারও আলোচনায় এসেছেন। এবার প্যারোলে মুক্তি নিয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। কারাগারের বাইরে এসে তিনি আগের মতোই হাজারো অনুসারী নিয়ে বৈঠক এবং আনন্দ-উল্লাস করছেন। প্যারোলে মুক্তি পাওয়ার পর গত সপ্তাহে তাঁর আনন্দ-উল্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ডেরা সচ সউদার প্রধান রাম রহিম তাঁর পালিত কন্যা হানিপ্রীতকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। আগে রাম রহিমের সাবেক গাড়িচালক খাট্টা সিং ও তাঁর ছেলে গুরদাস সিং অভিযোগ করেছিলেন, পালিত কন্যা বললেও রাম রহিমের সার্বক্ষণিক সহযোগী হওয়ার আগে হানিপ্রীত তাঁর দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন। ২০১৭ সালে হানিপ্রীতের সাবেক স্বামী বিশ্বাস গুপ্তও দাবি করেছিলেন, পালিত কন্যা হলেও হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের অবৈধ সম্পর্ক ছিল। ইনস্টাগ্রামে গুরমিত রাম রহিম সিংয়ের অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছানো উপলক্ষে এই কেক কাটার আয়োজন করা হয়। এর কয়েক দিন আগে আরেকটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও চিত্রে দেখা গেছে, রাম রহিম তলোয়ার দিয়ে বিশাল একটি কেক কাটছেন।

এসব ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন তুলছেন সমালোচকেরা। তাঁরা বলছেন, কর্তৃপক্ষ কেন রাম রহিমকে এত ঘন ঘন প্যারোলের অনুমতি দিচ্ছে?

 

সর্বশেষ খবর