সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি

দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রথম দফা শেষ হয় ৩০ জানুয়ারি। সেদিন শ্রীনগরে তুষারপাতের মধ্যেও ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের পাশে ওই মঞ্চে দাঁড়ায় ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, সিপিআই, আরএসপি। রাহুল গান্ধী বলেন, শুনেছিলাম কাশ্মীরে আমার ওপর আক্রমণ হতে পারে কিন্তু এখানকার মানুষ আমাকে হাত গ্রেনেড দেয়নি। হৃদয়ভরা ভালোবাসা দিয়েছে। এবার তিনি জানালেন, শিগগিরই কংগ্রেসের দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু হবে। আর সেটা হবে অরুণাচল থেকে গুজরাট পর্যন্ত। গতকাল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের মহাঅধিবেশনে এ তথ্য জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। মহা অধিবেশনে রাহুল গান্ধী তার ভাষণে ভারত জোড়ো যাত্রার সফলতাকে তুলে ধরেছেন। ওই যাত্রাকে তিনি ‘তপস্যা’ বলে অভিহিত করে বলেছেন, সেই ‘তপস্যা’ তিনি আরও এগিয়ে নিতে চান। জানা গেছে, প্রথমটির চেয়ে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার চরিত্র কিছুটা পৃথক হবে। জয়রাম রমেশ বলেন, দলের সবাই খুবই আগ্রহী। প্রত্যেকেই চাইছেন আরও এক যাত্রা শুরু করা হোক। তবে প্রথম ভারত জোড়ো যাত্রার বহর ও জাঁকজমক যতটা ছিল, দ্বিতীয় যাত্রায় ততটা থাকবে না। তবে প্রথম যাত্রার চেয়ে দ্বিতীয় যাত্রা একটু কঠিন হবে। কারণ এ যাত্রায় অনেকগুলো জঙ্গল পড়বে। নদী ও জলাশয় পড়বে। সব জায়গায় হাঁটা সম্ভব নয়। তাই দ্বিতীয় যাত্রার চরিত্র হবে মিশ্র।

কংগ্রেস মুখপাত্র জানান, এপ্রিল-মে মাসে কর্ণাটকে ভোট। জুন মাস থেকে শুরু হবে বর্ষা। নভেম্বরে আবার বিধানসভার ভোট রয়েছে কয়েকটি রাজ্যে। তাই জুন অথবা নভেম্বরের আগে যাত্রা শুরু ও শেষ করা যায় কি না, সেটি ভাবা হচ্ছে।

সর্বশেষ খবর