বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৮০০ বছরের পুরনো মমির সঙ্গে বসবাস

৮০০ বছরের পুরনো মমির সঙ্গে বসবাস

পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তি ২৬ বছরের জুলিও সিজার। বাড়িতে যা পাওয়া গেছে, তা দেখে চমকে যেতে হয় সবার। তার ব্যাগ থেকে ৮০০ বছরের পুরনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার ‘আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে। তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন।’

বিশেষজ্ঞরা জানান, মমিটি একজন পূর্ণবয়স্ক পুরুষের। ৪৫ বছরের বেশি বয়সী হতে পারেন ওই ব্যক্তি। উচ্চতা ১ দশমিক ৫১ মিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে।

তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারের পর মমিটি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে   হস্তান্তর করা হয়েছে। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, ‘আমার বাড়িতে, আমার ঘরেই সে থাকে। আমি সব সময় ওর খেয়াল রাখি’, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটিতে তিনি এই কথা বলেছেন।

 

সর্বশেষ খবর