সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ইমরান খানকে গ্রেফতার ঘিরে নাটকীয়তা

ইমরান খানকে গ্রেফতার ঘিরে নাটকীয়তা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জন্য তার লাহোর শহরের বাড়ির সামনে সমবেত হয় পুলিশ। গত সপ্তাহে আদালত একটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি। কিন্তু তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ বলছে, ইমরান খানকে তার বাসভবনে খুঁজে পায়নি তারা। তাদের এমন বক্তব্যের পরই নিজের বাসভবন থেকে ইমরান খান নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক, সচেতন মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, পুলিশ যে বাড়িতে ইমরানকে খুঁজে পায় না, সেই বাড়ি থেকেই কীভাবে তিনি ভাষণ দেন। তবে কি পুলিশ পিছু হটেছে! এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাড়ির সামনে একদিকে অবস্থান করছিলেন নেতা-কর্মী, সমর্থকরা। অন্যদিকে উপস্থিত ছিল বিপুলসংখ্যক পুলিশ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে শেষ পর্যন্ত তা ঠাহর করা যাচ্ছিল না। কেউ কেউ বলেন, রাতেও গ্রেফতার করা হতে পারে তাকে। এ গ্রেফতার নিয়ে গতকাল চরম নাটকীয়তা শুরু হয়।

সর্বশেষ খবর