সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তোষাখানা মামলা কী, কেন ফাঁসছেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ইমরান খান যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। তোষাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে লাহোরে তার বাসভবনে পৌঁছেছে পুলিশ। তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করছেন। পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খানকে গ্রেফতার করা হলে পাকিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আসুন জেনে নেওয়া যাক কী এই মামলা এবং কেন ইমরান খানকে গ্রেফতার করা হচ্ছে।

তোষাখানা কী? তোষাখানা মানে সরকারি কোষাগার। পাকিস্তানে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যে কোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তিনি সেই উপহারগুলো সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করেছেন। একে তোষাখানা মামলা বলা হচ্ছে। তোষাখানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

সর্বশেষ খবর