মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধজাহাজ

যখন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নতুন করে আরও তলানিতে গিয়ে ঠেকেছে ঠিক তখনই দক্ষিণ চীন সাগরে মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধজাহাজ।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মার্কিন নৌবাহিনীর একটি নৌবহর দক্ষিণ চীন সাগরের এক দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করে। আর সঙ্গে সঙ্গে তার দিকে ধেয়ে যায় চীনা নৌবহর। এর আগে বৃহস্পতিবার একই দ্বীপপুঞ্জে ইউএসএস মিলিয়াস নামের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ঢুকেছিল। এ ঘটনায় চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এই তৎপরতা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করছে। চীনের নৌ ও বিমানবাহিনী মার্কিন ওই যুদ্ধজাহাজটিকে ওই এলাকা ছাড়তে বাধ্য করেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এ জন্য আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে চীন।

সর্বশেষ খবর